সৌদি আরব থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে অবৈধভাবে আনা আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার এই স্বর্ণের ওজন ৯৩৬ গ্রাম।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার এই স্বর্ণ উদ্ধার এবং ওই দুই যাত্রীকে আটক করা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, সৌদি আরবে ওমরাহ শেষে লক্ষ্মীপুরের কবির হোসেন এবং সিলেটের শাহাদাৎ হোসেন গালফ এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। তারা দুজনই সাদা জোব্বা পরা ছিলেন। তারা ইমিগ্রেশন শেষ করে কাস্টমস চ্যানেলে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের জিজ্ঞাবাদ করা হয়। প্রথমে তারা অস্বীকার করলেও একসময় তাদের জুতায় বিশেষ কায়দায় রাখা চারটি করে আটটি স্বর্ণের বার পাওয়া যায়।

সূত্র আরও জানায়, ওই দুই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews