স্লোভাকিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ বাছাই শুরু করে জার্মানি, তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে ফিরেছে জয়ের ধারায়।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে রোববার রাতে ৩-১ গোলে জিতেছে জার্মানি। প্রতিযোগিতামূলক ফুটবলে টানা তিন হারের পর জয়ের স্বাদ পেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্লোভাকিয়া ম্যাচ থেকে এই ম্যাচের একাদশে বড় রদবদলের ঘোষণা আগেই দিয়েছিলেন জার্মান কোচ নাগেলসমান, হলোও তাই। পরিবর্তন আসল ৫টি। তবে খেলার ধরনে তেমন পরিবর্তন আসেনি।

গোটা ম্যাচে ৮০ শতাংশ বল ধরে রাখা জার্মানি প্রথমার্ধে লক্ষ্যে শট রাখতে পারে মাত্র একটি। সপ্তম মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় জার্মানি। নিক ভল্টামাডার পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন জিনাব্রি।

সেই গোল আয়ারল্যান্ড শোধ করে দেয় ৩৪তম মিনিটে। কর্নারে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান ইসাক প্রাইস। ১-১ সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় জার্মানি। ৬৩তম মিনিটে জোড়া সেভে তাদের হতাশ করেন সফরকারী গোলরক্ষক। ৬৭তম মিনিটে ভিয়েৎসের প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তিনি।

অবশেষে ৭০ মিনিটে দলকে এগিয়ে দেয়ার সুযোগ করে দেন ডেভিড রাউম। গোলরক্ষক কিছুটা সামনে এগিয়ে ছিলেন, বল বাঁক খেয়ে চলে যায় তার পাশ দিয়ে। আর ফাঁকা জালে বল পাঠান আমিরি।

সেই রেশ থাকতেই ৭২তম মিনিটে ব্যবধান বাড়ান ভিয়েৎস। বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেয়েছিল জার্মানি। মাপা শটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে বল জালে পাঠান লিভারপুল ফরোয়ার্ড।

শেষ দিকে জার্মানির একটি শট প্রতিহত হয় রক্ষণে, তাই ব্যবধান আর বাড়েনি। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews