ইন্টার মায়ামির সঙ্গে ক্লাব বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রেই আছেন লিওনেল মেসি। প্রতিযোগিতা চলাকালে একসময়ের ইতালি হিরো রবার্ট বাজ্জিও তাকে উপহার দিলেন নিজের সাইন করা একটি ইতালিয়ান জার্সি। কিংবদন্তির ১০ নম্বর জার্সি পেয়ে আনন্দে আত্মহারা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

বাজ্জিওর সঙ্গে একটি ছবি তুলেছেন মেসি। তার হাতে ছিল যুক্তরাষ্ট্রে আয়োজিত ১৯৯৪ বিশ্বকাপের নকশা করা ইতালির ১০ নম্বর জার্সি, যা পরে মাঠ মাতাতেন বাজ্জিও।

মেসি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘কী চমৎকার দৃশ্য। ধন্যবাদ রবার্তো, এই বিশেষ ও দারুণ উপহারের জন্য। আমাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে, তার জন্যও ধন্যবাদ। আপনি সেরা এবং ফুটবলের ঐতিহাসিক কিংবদন্তি। আপনি যখন আমাদের দেখতে আসেন, তখন আপনাকে স্বাগত জানানো সবসময় আনন্দের।’

১৯৯৩ সালে ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা হয়েছিলেন বাজ্জিও। দুটি সিরি আ, একটি কোপা ইতালিয়া ও উয়েফা কাপ ট্রফি তার নামের পাশে শোভা পাচ্ছে।

বাজ্জিও ১৯৯৪ সালের বিশ্বকাপে ইতালিকে ফাইনালে তোলেন। তার আগের আসরে তৃতীয় হওয়া দলের সদস্য ছিলেন তিনি।

নব্বইয়ের দশকে তার চুলের কারণে ‘দ্য ডিভাইন পনিটেল’ নামে খ্যাত ছিলেন বাজ্জিও। আন্তর্জাতিক ফুটবলে ৫৬ ম্যাচ খেলে ২৭ গোল ও ১৪ অ্যাসিস্ট তার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews