সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগের জন্য শুধু ৫৩ জনের সাক্ষাৎকার গ্রহণ করায় আইনি নোটিশ পাঠানো হয়েছে।‌ আইন মন্ত্রণালয় সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এবং সুপ্রিম জুডিসিয়াল এপয়েন্টমেন্ট কাউন্সিলের সচিবকে এ নোটিশ পাঠানো হয়।

সোমবার (২১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহদী জামান বনি ও অ‍্যাডভোকেট মশিউর রহমান এ নোটিশ পাঠান।‌

নোটিশে বলা হয়েছে, গণ-বিজ্ঞপ্তির শর্ত পূরণ করে ৩০০ জনের বেশি দরখাস্ত করলেও কেবলমাত্র ৫৩ জনকে সাক্ষাৎ করার জন্য ডাকা রহস্যজনক। বিষয়টি বৈষম্যমূলক। শুধু ৫৩ জনকে ভাইভা বোর্ডে ডকা এবং বাকিদের না ডাকা সংবিধানের সমতার বিধান ও সমান সুযোগের বিধানের সঙ্গে সংঘর্ষিক।

নোটিশে আরও বলা হয়, অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সম্মানিত একজন সদস্যের স্ত্রী ইন্টারভিউ দিয়েছেন, যা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট দোষে দুষ্ট। এছাড়া পতিত স্বৈরাচারের দোসরদের কোনও বিবেচনায় ডাকা হয়েছে তা অজানা।‌ পুরো বিষয়টি ২০২৪ বিপ্লবের স্পিরিটের সঙ্গে সংঘর্ষিক। ‌

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে বিচারপতি নিয়োগের জন্য সব আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণের অনুরোধ করা হয়েছে। না হলে আইনগত প্রতিকার পাওয়ার জন্য যথাযথ আদালতের শরণাপন্ন হবে বলেও নোটিশে জানানো হয়।‌



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews