অবরোধ নিয়ে কাতারের সঙ্গে সৌদি জোটের উত্তেজনার মধ্যে কাতারের প্রতি সমর্থন জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইআরএনএ।







রবিবার কাতারের প্রতি সমর্থন ব্যক্ত করে দেশটির ওপর আরোপ করা 'অবরোধকে অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছেন রুহানি।

গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর অবরোধ আরোপ করে। কাতারের বিরুদ্ধে ইসলামপন্থী জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ এনেছে দেশগুলো। অভিযোগ অস্বীকার করেছে কাতার।

সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে ১৩টি শর্ত দিয়েছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। এগুলোর মধ্যে আলজাজিরা টেলিভিশন বন্ধ করে দেওয়া, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস, তুরস্কের একটি সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি উল্লেখযোগ্য।

আইআরএনএ জানিয়েছে, এ পরিস্থিতিতে রবিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট রুহানি।

এ সময় তামিমকে রুহানি বলেছেন, কাতারি জাতি ও সরকারের পাশে আছে তেহরান। আমরা বিশ্বাস করি, একই অঞ্চলের দেশগুলোর মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয়, চাপ, হুমকি বা অবরোধ সেই বিরোধ দূর করার সঠিক পথ নয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews