এক্সএআইয়ে ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে স্পেসএক্স
প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের সঙ্গে টেক্কা দিতে কাজ করে যাচ্ছে এক্সএআই। ছবি: রয়টার্স
প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের সঙ্গে টেক্কা দিতে কাজ করে যাচ্ছে এক্সএআই। ছবি: রয়টার্স
ইলন মাস্কের এক্সএআইয়ে দুইশ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে স্পেসএক্স। কোম্পানিটির সঙ্গে পাঁচশ কোটি ডলারের ‘ইক্যুইটি রাউন্ড’ বা তহবিল সংগ্রহ চুক্তির অংশ হিসেবে স্পেসএক্স দুইশ কোটি ডলার বিনিয়োগ করছে।
ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের সঙ্গে টেক্কা দিতে কাজ করে যাচ্ছে এক্সএআই।
প্রতিবেদনে আরও উঠে এসেছে, ‘সামাজিক মাধ্যম ‘এক্স’ ও এক্সএআই একসঙ্গে করার পর এ বিনিয়োগটি আসে। কোম্পানিটির মূল্য ধরা হয়েছে ১১ হাজার তিনশ কোটি ডলার।
‘এছাড়া গ্রক চ্যাটবট বর্তমানে স্টারলিংক সাপোর্ট সিস্টেম চালাচ্ছে এবং সামনে এটি টেসলার ‘অপটিমাস’ রোবটগুলোতেও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।’
টেসলা কি এক্সএআইয়ে বিনিয়োগ করতে যাচ্ছে কিনা এমন এক পোস্টের জবাবে রোববার ইলন মাস্ক বলেন, “এটা দুর্দান্ত হবে, তবে এর জন্য বোর্ড ও শেয়ার হোল্ডারদের অনুমোদন প্রয়োজন।”
স্পেসএক্সের বিনিয়োগের বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের করা প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেননি মাস্ক।
স্পেসএক্স, এক্সএআই এবং টেসলা কোনো মন্তব্য জানায় নি। রয়টার্সও ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনটি নিশ্চিত করতে পারেনি।
সম্প্রতি গ্রকের প্রতিক্রিয়া নিয়ে সমালোচনার পরও মাস্ক এটিকে ‘বিশ্বের সবচেয়ে স্মার্ট এআই’ বলেছেন এবং এক্সএআই মডেলটির প্রশিক্ষণে প্রচুর অর্থ ঢালছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।