গাজা ও ইউক্রেনের সংঘাতের মতো ভূ-রাজনৈতিক হুমকি বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন সৌদি আরবের অর্থমন্ত্রী।

রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ দুই দিনের বৈঠকে এক প্যানেল আলোচনায় মোহাম্মদ আল-জাদান সতর্ক করে বলেন, সংঘাত সরাসরি অর্থনীতির ওপর প্রভাব ফেলছে।

তিনি বলেন, ভূ-রাজনৈতিক হুমকি দুর্ভাগ্যজনকভাবে কমার পরিবর্তে বাড়ছে। আপনি যদি বৃহত্তর বিশ্ব অর্থনীতির দিকে তাকান তবে সম্ভবত আজ এটাকে এক নম্বর ঝুঁকি হিসাবে দেখতে পাবেন। ভূ-রাজনৈতিক উত্তেজনা সরাসরি অর্থনীতিকে প্রভাবিত করছে।

গাজা, ইউক্রেন এবং অন্যান্য জায়গায় সংঘাত ‘অর্থনৈতিক আবেগের উপর প্রচুর চাপ সৃষ্টি করেছে’ উল্লেখ করে তিনি অর্থনীতিকে ‘অনুভূতি দ্বারা প্রভাবিত’ বলে বর্ণনা করেন।

আল-জাদান বলেন, ইউক্রেনে হোক বা ফিলিস্তিন হোক প্রাণহানির ঘটনা খুবই দুঃখজনক। বেসামরিক জীবন গুরুত্বপূর্ণ। ঠাণ্ডা মাথার দেশ ও নেতাদের টিকে থাকা প্রয়োজন। আপনাকে উত্তেজনা প্রশমিত করতে হবে। সূত্র : আরব নিউজ

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews