পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সোমবার (২১ জুলাই) তলিয়ে গিয়েছিলেন মামা এবং ভাগনে। মামাকে উদ্ধার করা গেলেও খোঁজ মিলছিল না ভাগনের। অবশেষে মঙ্গলবার (২২ জুলাই) পাওয়া গেছে তার মরদেহ।

মৃতের নাম স্বপন মালিক, ২৫ বছর বয়স। তার মামা তপন সানা, কর্মসূত্রে পূর্ব মেদিনীপুরের দীঘার মোহনা থানার উত্তর খালাদ গোবরার বাসিন্দা।

জানা যায়, স্বপন মালিক পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরের বাসিন্দা। দু'দিন আগে বন্ধুদের নিয়ে মামার বাসায় বেড়াতে যান। গত সোমবার ওল্ড দীঘার সমুদ্র সৈকতে গোসল করতে নামলে সমুদ্রের ঢেউয়ে মামা এবং ভাগনে দুজনেই তলিয়ে যান।

আরও পড়ুন>>

বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা সঙ্গে সঙ্গে সমুদ্রে নেমে মামাকে উদ্ধার করতে পারলেও ভাগনে নিখোঁজ হন। নিখোঁজ যুবকের সন্ধানে সারারাত সমুদ্রের তল্লাশি করেন বিপর্যয় বাহিনীর সদস্যরা। অবশেষে মঙ্গলবার বেলা ১১টার দিকে দীঘার জগন্নাথ মন্দিরের ঘাটে একটি দেহ ভেসে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশকে। দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন।

পরে খবর দেওয়া হয় মামা তপন সানার বাসায়। তপন সানার আত্মীয়রা এসে দেহ দেখে শনাক্ত করেন এটি তাদের ভাগ্নে স্বপন মালিকের। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

মৃত স্বপন মালিকের আত্মীয়রা জানান, দু'দিন আগে আমরা এখানে বেড়াতে এসেছিলাম। গতকাল দুপুরে সমুদ্রে গোসল করতে নামলে এই ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজি হলেও তার কোনো খোঁজ না মিললে আজ তার দেহ উদ্ধার হয়।

ডিডি/কেএএ/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews