জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন এবার দেখা যাচ্ছে বিনামূল্যে! প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি।
১০ জুলাই ইউটিউবে এসেছে প্রথম পর্ব। এভাবে ধারাবাহিকভাবে আসতে থাকবে বাকি পর্বগুলো। জানান পরিচালক ও প্রযোজক কাজল আরেফিন অমি।
অমি বলেন, ‘ওটিটি স্ট্যান্ডার্ডে বানানো হলেও অনেক দর্শক ইউটিউবে দেখতে চেয়েছেন। তাদের জন্যই ইউটিউবে আনা হয়েছে। বুম ফিল্মসের শুধু প্রমো কনটেন্ট দিয়েই ছয় লাখ সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে। দর্শকদের আগ্রহের প্রমাণ এটিই।’
এর আগে, গত মাসে বঙ্গ অ্যাপে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর প্রথম আট পর্ব মুক্তি পেয়েছে। ইউটিউবের পাশাপাশি নাটকটি চ্যানেল আইতেও প্রচার হচ্ছে।
চ্যানেল আই-তে প্রচার শুরু হয়েছে ১০ জুলাই থেকে, প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে। প্রথম পুনঃপ্রচার হবে রাত ৩টা ৪০ মিনিটে, দ্বিতীয়টি পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে।
এবারের সিজনেও অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠুসহ অনেকে।