মার্সলিংকের স্যাটেলাইট উন্নত লেজার প্রযুক্তির মাধ্যমে দ্রুত বার্তা আদান-প্রদান করবে। এর ফলে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে সরাসরি ছবি দেখার সুযোগ মিলবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নিজের মালিকানাধীন এক্সে ইলন মাস্ক জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে। পৃথিবী ও মঙ্গল গ্রহকে যুক্ত করতে প্রতি সেকেন্ডে পেটাবিটের বেশি গতির প্রয়োজন হবে।