ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে অনেক পর্যবেক্ষক ভবিষ্যদ্বাণী করছেন, তাঁর প্রশাসন ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের জন্য আরও খারাপ পরিস্থিতি ডেকে আনবে। তাঁরা বলছেন, ইসরায়েলপন্থী বক্তৃতা ও ইরানের ওপর বোমা হামলার হুমকি দিয়ে ট্রাম্প তাঁর আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিয়েছেন।
তবে গত আট বছরের মার্কিন পররাষ্ট্রনীতিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে মনে হবে, ট্রাম্পের এই মেয়াদে ফিলিস্তিনের জনগণ এবং পুরো অঞ্চলের জন্য মৌলিক কোনো পরিবর্তন আসবে না। এর কারণ হলো প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কার্যত ট্রাম্পের প্রথম মেয়াদের নীতিগুলোতে বড় কোনো পরিবর্তন আনেনি। বরং বাইডেন ট্রাম্পের পথেই হেঁটেছেন। বাইডেন ও ট্রাম্পের এই অভিন্ন পররাষ্ট্রনীতির তিনটি প্রধান উপাদান রয়েছে।