১৪৪৫ হিজরির জমাদিউস সানি মাসের পঞ্চম জুমা আজ। শুক্রবার সৌদি আরবে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারি।

মসজিদে হারাম
আজ মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন প্রসিদ্ধ কারি শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি। ড. মাহের আল মুয়াইকিলি ১৯৬৯ সালের সাত জানুয়ারি সৌদি আরবের মদিনা মুনাওওরায় জন্মগ্রহণ করেন।

১৪২৫ হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

তিনি কুরআনের একজন হাফেজ। ১৪২৮ হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবি ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। ওই বছরই মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন।

মসজিদে নববি
আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ আহমেদ তালিব হামিদ। সুললিত কুরআন তেলওয়াতের জন্য তিনি অত্যন্ত জনপ্রিয় ও প্রসিদ্ধ। ১৯৮০ সালে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তালিব, দাদার নাম হামিদ।

শায়খ তালিব হামিদ ইসলামিক ইউনিভার্সিটি অব ইমাম মুহাম্মাদ ইবনে সৌদ থেকে ইসলামি আইনে বিএ ডিগ্রি অর্জন করেছেন এবং সৌদি আরবের হাই জুডিশিয়ারি কাউন্সিল থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

তিনি এখন মসজিদে নববির ইমাম হিসেবে কর্মরত রয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews