দক্ষিণ আফ্রিকা সিরিজে যেন কোন কম্বিনেশন খেলিয়েই কাজ হচ্ছে না বাংলাদেশ দলের। প্রথম টেস্ট থেকে শুরু করে প্রথম ওয়ানডে পর্যন্ত প্রতি ম্যাচেই এসেছে পরিবর্তন। কিন্তু নেই সাফল্য।

সেটা কন্ডিশনের কারণেও কিছুটা। আবার খেলোয়াড়দের দায় এড়িয়ে যাবারও জো নেই। তার উপর ইনজুরির কারণে কেউ ছিটকে গিয়েছেন, আবার কেউ দলে ফিরেছেন। এই তো প্রথম ওয়ানডের আগেই মুস্তাফিজ ওয়ার্মআপ করার সময় গোড়ালির ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ ও টি-টুয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন। তার জায়গায় দলের এসেছেন শফিউল ইসলাম।

ওপেনিং এ অনেকদিন ধরেই যাচ্ছেতাই অবস্থা। না ইমরুল কায়েস কিছু করতে পারছেন, না সৌম্য সরকার। এক তামিমকে দিয়ে আর কতদিন? এট কিছু চিন্তা করে আজ বাংলাদেশ দল কেমন দল নিয়ে মাঠে নামবে সেটা অনেক বড় প্রশ্ন। কারণ ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প কিছু নেই।

নানা সমস্যার মধ্যেও প্রথম ম্যাচ অনেক বাজে খেলেছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি এটাও বলেছিলেন যে আমরা যা রান টার্গেট দিয়েছিলাম সেটা দিয়েই ম্যাচ জেতা যেত। কিন্তু বোলারদের কারণেই সব পণ্ড হয়েছে। তাই ব্যাটিংয়ের থেকে বোলিং এর দিকে নজর দেয়াটা বেশি জরুরি। কিন্তু জয় পেতে গেলে সব ডিপার্টমেন্টেই সমান দক্ষতা দেখিয়ে ম্যাচ জেতা লাগবে, তাই সবাইকে অবশ্যই নিজেদের সেরাটা দিতে হবে তাতে কোন অবকাশ নেই।

বাংলাদেশ (সম্ভাব্য একাদশ) : তামিম ইকবাল, লিটন দাস(উইকেট কিপার), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শফিউল ইসলাম।

বাংলা ইনসাইডার/এনআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews