‘গণ্ডি ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে পেরে দারুন আনন্দিত আমি। শুটিং করতে আগেও বাংলাদেশে এসেছি । কিন্তু এবারই প্রথম কক্সবাজার এলাম। জায়গাটা দারুন। মুগ্ধ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে বার বার আসতে হবে এখানে। এখানকার মানুষেরা এত আন্তরিক যে প্রতি মুহুর্তে আবেগপ্রবণ হয়ে পরছি। আমি এই সম্মান প্রাপ্য কিনা সন্দেহ আছে’

গড়ই ফিল্ম প্রযোজিত ও ফাখরুল আরেফীন পরিচালিত গণ্ডি ছবির শুটিং করতে সোমবার ঢাকায় এসেছেন কলকাতার ফেলুদা খ্যাত অভিনেতা সব্যসাচী সক্রবর্তী। মঙ্গলবার ঢাকা থেকে শুটিংয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন কক্সবাজার। সেখান থেকেই সমকালকে কথাগুলোগুলো বলেন তিনি। 

সব্যসাচী আরও বলেন,  ‘ফাখরুল আরেফীন খান ও তার সুযোগ্য সহকর্মীদের কাজে আমি মুগ্ধ হতে শুরু করেছি। শুটিং শেষে বোধহয় তাদের ফ্যান হয়ে ফিরে যাবো’ 

সুবর্ণা মুস্তাফা ফাখরুল আরেফীন ও  সব্যসাচী

ছবিটিতে সব্যসাচীর সঙ্গে অভিনয় করছেন বাংলাদেশের একুশে পদক পাওয়া জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ছবিটি তিনি বলেন, 'গণ্ডি ছবির গল্পটি বেশ ভালো বলেই এতে অভিনয় করতে রাজি হয়েছি। পাশাপাশি ছবিতে আমার সহশিল্পী পশ্বিমবঙ্গের অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তিনি দারুণ একজন অভিনেতা। আশা করছি ভালো একটি কাজ হবে।'

মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু'জন নারী-পুরুষের গল্প নিয়ে এগিয়েছে গণ্ডির গল্প।  অবসরে থাকা এই বয়সে দু'জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসব বিষয় থাকবে সিনেমাটিতে। 

বুধবার থেকে কক্সবাজারে দ্বিতীয় লটের শুটিং শুরু হচ্ছে গণ্ডির। সপ্তাহ খানেক টানা শুটিং চলবে এখানে।

'গণ্ডি' ছবিতে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা, পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল মুখার্জি। এছাড়াও ছবির একটি গুরুত্বপূর্ণ শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন 

২০২০ সালের শুরুতে 'গণ্ডি' মুক্তি পাবে বলে জানান পরিচালক। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews