নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে কামাল হোসেনের এফবি মায়ের দোয়া নামের ট্রলার থেকে ছিটকে পরে শাহজাহান (৬০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার জেলে শাহ জাহান নিখোঁজের ঘটনা ঘটে।

শাহজাহান উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের লাল মিয়া শরীফের ছেলে।

ওই ট্রলারে মাঝি আরমান হোসেন জানান, গত শনিবার পাথরঘাটা মৎস্য ঘাট থেকে রসদ সামগ্রী নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ের জন্য গত রোববার নিদ্রা-শকিনা এলাকায় ট্রলার নোঙর করি। মঙ্গলবার আবারো সাগরে মাশ শিকারের জন্য গেলে ফেয়ারওয়ে বয়া থেকেও সাত ঘণ্টা দক্ষিণে গিয়ে বিকেল ৪টার দিকে জাল ফেলে রেখে জেলেদের সাথে মাঝি কথা বলার সময় শাহজাহানকে খুজে পান না। এ সময় বিষয়টি আশে-পাশের সকল ট্রলারে জানান। তারা তাদের ট্রলারে থাকা ওয়্যারলেসের মধ্যে জেলে নিখোঁজের বিষয়টি অন্য ট্রলারকে জানান।

তিনি আরো জানান, তার ধারনা ধারনা নিম্নচাপের কারনে সাগর উত্তাল থাকায় নিদ্রা-সখিনা থেকে সাগরে যাওয়ার সময় শাহজাহান সাগরে পড়ে গেছে।

নিখোঁজ জেলে শাহজাহানের ছেলে জয়নাল তার বাবারকে খুঁজে দেয়া দাবি জানিয়ে বলেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অবশ্য ফিরে আসবে। আর মারা গেলে যেন তার লাশটা ফিরে পাই।

বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলে সন্ধানের জন্য সাগরে থাকা সকল মাছ ধরার ট্রলার গুলোকে ওয়্যারলেসের মাধ্যমে জানানো হয়েছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। তাদের ধারনা যদি কিছু হাতের কাছে পেয়ে ভাসতে থাকেন তবে স্রোতে নিখোঁজ শাহজাহান ভারতের ভেতরে চলে যেতে পারে।

কোস্টগার্ডের দক্ষিণ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাকিল মেহবুব জানান, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনা স্থল মোংলা জোনের আওতায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সেখান থেকে সাগরে অবস্থানরত টহল টিমকে অবগত করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews