ঝালকাঠির নলছিটিতে মস্তকবিহীন অবস্থায় এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামের সুগন্ধা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নলছিটি থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ওই লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে। মরদেহের হাতের অঙ্গুলগুলোও বিচ্ছিন্ন ছিল।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম বলেন, উদ্ধার হওয়া লাশটি আনুমানিক ১০ দিন আগে নদীতে ফেলা হয়েছে। বরিশাল অঞ্চলের যে কোনো এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews