বাস্তবতা বুঝতে পেরেই বিষয়টিকে ইতিবাচক চোখে দেখার চেষ্টা করছেন লিভারপুলের সমর্থকেরা। বলা হচ্ছে, ইউরোপা লিগই একমাত্র টুর্নামেন্ট ক্লপ লিভারপুলের কোচ হয়ে আসার পর, যা এখনো জিততে পারেননি। লিভারপুলের সমর্থকদের টুইটার অ্যাকাউন্ট ‘অ্যানফিল্ড এডিশন’র টুইটে তাই সমর্থকদের সান্ত্বনা দেওয়া হয়েছে এভাবে, ‘কেউ ইউরোপা লিগে নামতে চায়নি, কিন্তু এখন এটাই বাস্তবতা। আসুন এর পূর্ণ সদ্ব্যবহার করি। আমরা এটা জিততে চাই।’
বেশি দিনের কথা নয়, মাত্র ১২ মাস আগেও ইউরোপা লিগ অচিন্তনীয় ছিল লিভারপুলের জন্য। সে সময় মাত্র পাঁচ মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার প্রস্তুতি নিয়েছে লিভারপুল।