চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে ব্যাংক মাধ্যমে ১৪১ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে এসেছে। গত মাসে ২১৭ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। যা গত বছরের ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৩৯ শতাংশ বেশি।

সাধারণত দুই ঈদের আগে প্রবাসী আয় অন্য মাসের তুলনায় বেশি আসে। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহ ও আগামী মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় আসার সম্ভাবনা রয়েছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

গত বছর ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছিল এপ্রিলের তৃতীয় সপ্তাহে। ওই মাসে প্রবাসী ১৬৮ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। তার আগের মাসে (মার্চ, ২০২৩ সাল) দেশে প্রবাসী আয় আসে ২০২ কোটি ডলারের। অবশ্য চলতি বছরের প্রথম দুই মাসে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews