ঢাকা, ১১ নভেম্বর – ছিনতাই বিরোধী অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে আল আমিন ওরফে জ্যাক কাদের ও রবিন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

সোমবার (১০ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আলম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রায়েরবাজার এলাকায় ছিনতাই বিরোধী অভিযানে মোহাম্মদপুর থানার রায়ের বাজার মেকাপ খান রোডে অভিযান চালিয়ে চাপাতিসহ হাতেনাতে জ্যাক কাদের ও রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা রায়েরবাজার এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১১ নভেম্বর ২০২৫



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews