গণঅভ্যুত্থানে আহত ও চিকিৎসাধীন ছাত্র-জনতা চিকিৎসার দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে সড়ক অবরোধ করেছেন। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১টার পর আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

জানা যায়, অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা সড়কে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্স ছাড়া অন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। তারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। তাদের চিকিৎসায় যে অর্থ বরাদ্দ হয়েছে, সেটিও তারা পাননি।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী মো. হাসান বলেন, ‘হাসপাতালের একটি ওয়ার্ডে ৪৮ জন চিকিৎসা নিচ্ছেন। তারা তাদের পছন্দের বিদেশি পাঁচজন সাংবাদিক নিয়ে এসেছেন। দেশের কোনো সাংবাদিককে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। বিদেশিরা দুয়েকজনের সঙ্গে কথা বলে চলে গেছেন। আমাদের সঙ্গে কথা বলেননি। আমরা কথা বলতে গেলেও বাধা দেওয়া হয়। আমাদের সামান্য ট্রিটমেন্ট দিয়ে তিন মাস বসিয়ে রাখা হয়েছে। আমার পায়ে নয়টি অপারেশন করা হয়েছে, এখনো সুস্থ হতে পারিনি। আমরা চাই আমাদের জন্য ঘোষণা করা সেই এক লাখ টাকা দিক এবং ভালো মানের চিকিৎসা দিক।’

এর আগে সকালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেন। কিন্তু বাইরে বিক্ষোভের সময় ছাত্র-জনতা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দেয়। কেউ আবার উপদেষ্টার গাড়ির ছাদেও উঠে পড়েন। তবে নূরজাহান বেগম আগেই হাসপাতাল থেকে নিরাপদে বরে হয়ে যান।  



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews