ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, গত মাসে দেশটির আহভাজ শহরে সামরিক কুচকাওয়াজে রক্তক্ষয়ী হামলার মূলহোতাকে তারা হত্যা করেছে। ওই হামলায় ২৫ জনের বেশি নিহত হয়েছিলেন, যাদের প্রায় অর্ধেকই বিপ্লবী গার্ডের সদস্য।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ অভিজাত বাহিনী জানিয়েছে, ইরাকের দিয়ালাপ্রদেশে তারা চার জঙ্গিসহ আবু জাহা নামে এক ব্যক্তিকে হত্যা করেছে। আবু জাহা জঙ্গিগোষ্ঠী আইএসের সদস্য বলেও জানানো হয়েছে।

ইসলামিক এস্টেট ও ইরানি নৃতাত্ত্বিক আরবরা ইরান সরকারের বিরুদ্ধে আহওয়াজ জাতীয় প্রতিরোধের ডাক দিয়েছে। দেশটির তেলসমৃদ্ধ খুজেস্তানপ্রদেশে তারা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন।

এ দুই গোষ্ঠীই গত ২২ সেপ্টেম্বরের হামলার দায় স্বীকার করেছে। যদিও নিজেদের দাবির পক্ষে তারা চূড়ান্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি।

গত ১ অক্টোবর সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেশ কয়েকজন আইএস জঙ্গি হত্যার দাবি করেছিল ইরান। এ সময় তারা জঙ্গিদের অবকাঠামো ও রসদ ধ্বংস করে দেয়।

ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই বলেন, কুচকাওয়াজে হামলার অর্থের জোগান দিয়েছে সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব। যারা এ হামলার নেপথ্যে তাদের কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews