রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে হামলার ঘটনায় নিহতের সংখ্যা ১৪৩ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে জানিয়েছে রাশিয়ার তদন্তকারীরা। 

রাশিয়ার তদন্ত কমিটি ১৪৩ নিহতের নামের তালিকা প্রকাশ করে। 

তদন্তকারীরা জানিয়েছে, শুক্রবার থেকে এখন পর্যন্ত তারা শতাধিক মানুষ নিখোঁজ থাকার খবর পেয়েছেন। তবে এখনো ঠিক কতোজন নিখোঁজ রয়েছে তা পরিষ্কার নয়।

গত সপ্তাহে রাশিয়ার একটি রক কনসার্ট হলে ভয়াবহ হামলা চালায় কয়েকজন বন্দুকধারী। তারা খুব কাছ থেকে মানুষকে গুলি করে এবং বোমাও ছুড়ে মারে। এতে ওই কনসার্ট হলটিতে আগুন ধরে যায়। 

আইএস-কে এই হামলার তাৎক্ষণিক দায় স্বীকার করলেও রাশিয়ার দাবি এই হামলার পেছনে ইউক্রেনের হাত আছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলাকারীদের ভয়াবহ শাস্তির মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন।

সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews