নাটোরে তরুণদের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণ বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) জেলা শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণে জেলা কমিটির ২১ জন সদস্য অংশগ্রহণ করেন।

বসুন্ধরা শুভসংঘ দেশের একটি সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে তরুণদের সম্পৃক্ত করে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কর্মশালার মাধ্যমে সদস্যদের সংগঠন পরিচালনা, দলগত সমন্বয় ও সামাজিক উদ্যোগে নেতৃত্ব দেওয়ার দক্ষতা বৃদ্ধি করাই ছিল মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক এবং দীঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। তারা সংগঠনের লক্ষ্য, কার্যক্রম পরিচালনার কৌশল, তরুণদের সামাজিক দায়বদ্ধতা এবং কার্যকর নেতৃত্ব গঠনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সদস্যদের দক্ষতা বৃদ্ধি সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, ‘তরুণদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা নাটোর জেলায় সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে চাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম চালানো হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য রাশেদা খাতুন, বর্ষা খাতুন, আসলাম, শিশির কুমার দাস, রায়হান, আরিফ, চাঁদ, আল-আমিন, সোহানুর হোসেন, আসিফ মাহমুদ, জাহিদ হোসেন ও আল-আমিন প্রমুখ।

প্রশিক্ষণ শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মশালা সদস্যদের পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও দক্ষ ও কার্যকর করে তুলবে।

বিডি প্রতিদিন/জামশেদ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews