ম্যানচেস্টারে জঙ্গি হামলা

চাই বিশ্ববাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধ

গ্রেট ব্রিটেনের ম্যানচেস্টারের অ্যারেনায় এক নির্মম, ভয়াবহ ঘটনা ঘটেছে। গত ২৩ মে সেখানে ছিল জনপ্রিয় পপ তারকা অ্যারিয়ানা গ্রান্ডের কনসার্ট। ২১ হাজার দর্শকের মধ্যে বেশিরভাগ তরুণ-তরুণী। ছিল অনেক শিশু-কিশোর। কনসার্ট শেষে ব্রিটিশ সময় রাত ১০টায় যখন সবাই উৎফুল্ল চিত্তে বের হয়ে আসছিলেন, তখন এক বিকট শব্দে বদলে গেল আনন্দঘন আবহ। বীভৎস আওয়াজ আর আর্তচিৎকারে সবাই নির্বাক। তারা সম্বিত ফিরে দেখতে পান- মেঝেতে পড়ে আছে বোমায় থেঁতলে যাওয়া অনেক নিথর দেহ। হতাহতদের দেহের ছিন্নভিন্ন মাংস পড়ে আছে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে । মেঝে ও দেয়ালে ছোপ ছোপ রক্ত। এ বর্বর জঙ্গি হামলায় কয়েকজন শিশুসহ ২২ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ৬০। ঘটনাস্থলে নিহত সালমান আবেদি- একজন লিবীয় শরণার্থী। যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে পরিবারের সঙ্গেই বসবাস করছিলেন। ঘটনাটির দায় শিকার করেছে আইএস। ব্রিটেনে জঙ্গি হামলা নতুন নয়। দুই মাস আগেও ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে এবং পরে ছুরি হাতে হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করেন এক ধর্মান্তরিত মুসলমান। বিগত বছরগুলোতে আরও কয়েকবার জঙ্গি হামলা হয়েছে। তবে সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছিল ২০০৫ সালে। আল কায়দা পরিচালিত ওই হামলায় ৫২ জন প্রাণ হারান এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছিল ৭০০-তে। কেবল ব্রিটেনে নয়, জঙ্গি হামলা হচ্ছে এশিয়া ও ইউরোপের নানা দেশে। বাংলাদেশেও একাধিক জঙ্গি ঘটনা ঘটেছে। এটি এখন বৈশ্বিক সমস্যা। বিশ্বের নেতৃবর্গকে খতিয়ে দেখতে হবে- কেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে। এটি সত্য যে, মুসলিম ধর্মাবলম্বী তরুণরা এসব হত্যাযজ্ঞে মেতেছে। এ অজুহাতে এর জন্য ইসলাম ও মুসলমানদের দায়ী করা যায় না। দুর্ভাগ্যজনক যে, ইউরোপ-আমেরিকার কোনো কোনো কর্তাব্যক্তির কথায় এমন ভ্রান্ত বার্তাই দেওয়া হচ্ছে। যে কারণে পশ্চিমা দেশগুলোতে মুসলমান নর-নারীরা নানাভাবে নাজেহাল হচ্ছে। যা সমস্যা সমাধানে সহায়ক নয়, বরং সমস্যাকে আরও জটিল করে তুলছে। সবাইকে বোঝাতে হবে- বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক নেই। তাদের অবস্থান বিপথগামী তরুণদের বিপক্ষে; তাই জঙ্গিবাদ মোকাবেলায় সব ধর্র্মের, সব বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আবার এটিও দেখা যায়, কোথাও জঙ্গি ঘটনা ঘটার পর সে দেশে সফর না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এমন নিষেধাজ্ঞায় বাংলাদেশকেও বিপাকে পড়তে হয়েছে। তাই জঙ্গিবাদে আক্রান্ত দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে নয়, বরং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে। আমরা ম্যানচেস্টারের এই বর্বর ঘটনার নিন্দা এবং জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews