হংকংয়ের এক ব্যক্তি তার প্রিয় পোকেমন গেঙ্গারের বৃহত্তম সংগ্রহের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন। ৩২ বছর বয়সী সাং চুক টিপ বলেন, মাত্র ৮ বছর বয়সে যখন তাকে প্রথম পোকেমনের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়, তখন থেকেই গেঙ্গারের প্রতি তার ভালোবাসা শুরু হয়।
টিপের সংগ্রহে ১ হাজার ২শ’টি লাইসেন্সপ্রাপ্ত গেঙ্গার-সম্পর্কিত কার্ড, পোশাক, নরম খেলনা, বাসনপত্র, স্টেশনারি এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে। তিনি বলেন, গেঙ্গারের বৃহত্তম সংগ্রহের রেকর্ডের জন্য আবেদন করার সময় তার জিনিসপত্র তালিকাভুক্ত করা একটি ক্লান্তিকর প্রক্রিয়া ছিল।
টিপ বললো যে, কিছু গেঙ্গার দেখতে একই রকম, তাই আমাকে তাদের বর্ণনা এমনভাবে লিখতে হয়েছে যাতে যে কেউ সেগুলো পড়লেই আসল জিনিসটি চিনতে পারে। তিনি বলেন, তিনি গর্বিত যে, তিনি এখন বলতে পারেন যে রেকর্ডটি তার দখলে। সূত্র : জে এন।