মার্কিন টেক জায়ান্ট অ্যাপল খুব শিগগিরই তাদের স্মার্ট হাই-ফাই স্পিকার হোমপড বাজারে ছাড়তে যাচ্ছে।

আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই এটি বাজারে ছাড়তে পারে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান জিবিএইচ ইনসাইটস।

গত বছরের জুনে অ্যাপল ৩৪৯ ডলার মূল্যে গ্রাহকদের হোমপড সরবরাহের ঘোষণা দেয়। ২০১৭ সালের শেষদিকে এটি বাজারে ছাড়ার কথা ছিল। তবে গত নভেম্বরে অ্যাপল জানায়, হোমপড বাজারে ছাড়তে বিলম্ব হতে পারে। কারণ এর কাজ এখনো শেষ হয়নি, তাই আরো সময় প্রয়োজন। এ ডিভাইসটি পেতে গ্রাহকদের ২০১৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ডিভাইসটি অ্যামাজনের স্মার্ট স্পিকার ইকোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করা হচ্ছে।

অ্যাপলের এক মুখপাত্র প্রযুক্তি সাইট ভার্জকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, আমরা মানুষকে তারবিহীন স্পিকার হোমপডের অভিজ্ঞতা দিতে আর অপেক্ষা করতে পারি না। তবে গ্রাহকদের জন্য এটি প্রস্তুত করতে আমাদের একটু সময় লাগছে।

বিডিপ্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৮/ ই জাহান



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews