চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের অনলাইন খুচরা বিক্রির পরিমাণ ছিল ৩.৩ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২.৪ শতাংশ বেশি।

শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়াইবসাইটে এ সব তথ্য জানানো হয়।

এ সময়ে অনলাইন পর্যটন ও খাবার যথাক্রমে ৯৫ শতাংশ ও ২৭.৮ শতাংশ বেড়েছে। স্মার্ট পরিধানযোগ্য সরঞ্জাম এবং ইলেকট্রনিক অডিও-ভিজ্যুয়াল পণ্যের বিক্রি বেড়েছে যথাক্রমে ৩০.৯ শতাংশ ও ২৩.৪ শতাংশ।

চলতি বছরের প্রথম তিন মাসে চীনের আন্তঃসীমান্ত ই-কমার্সের আমাদিন ও রপ্তানি পরিমাণ ৫৭৭ বিলিয়ন ৬০০ মিলিয়ন ইউয়ান। গত বছরের একই সময়ের তুলনায় তা ৯.৬ শতাংশ বেশি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews