ধান কৃষকের কাছে নাকি চালকলমালিকের কাছে আছে, তা নিয়ে বিপরীতমুখী বক্তব্য উঠে এসেছে এক সভায়। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় এই বক্তব্য উঠে আসে।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে রাজশাহী অঞ্চলের বিজ্ঞ ব্যক্তি, প্রতিষ্ঠান ও অংশীজনের মতামত-পরামর্শ সংগ্রহে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।
মতবিনিময় সভার আনুষ্ঠানিক বক্তব্য শেষে মুক্ত আলোচনা শুরুর পর কুষ্টিয়ার এক চালকলমালিক চালের প্রসঙ্গ তোলেন। এ সময় অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বেশির ভাগ ধান এখনো কৃষকের কাছেই আছে। তবে তাঁর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, ধান বড় বড় কোম্পানি আগেই কিনে নিয়ে গুদামজাত করছে। বাজারে চালের দাম বাড়বে নাকি কমবে, সেটা কোম্পানিগুলো ঠিক করছে।