চট্টগ্রাম: ডিমের ডজন ও মুরগি কেজিতে ১০ টাকা বেড়েছে। সবজি-মাছের দামেও মিলছে না স্বস্তি।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) নগরের বহদ্দারহাট বাজার ও চকবাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ১৬০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫২০ টাকায়। গত সপ্তাহে ১২০ টাকায় বিক্রি হওয়া ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

স্বর্ণা বা গুটি মোটা চাল কেজিতে ২ টাকা কমে ৫২ টাকা, পাইজাম কেজিতে ৩ টাকা কমে ৬৮ টাকা, বিআর-২৮ চাল ২ টাকা কমে ৬৩ টাকা, মিনিকেট ২ টাকা কমে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে সব ধরনের চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা কমেছে।

বহদ্দারহাট কাঁচা বাজারের ব্যবসায়ী মতিউর রহমান বাংলানিউজকে বলেন, মুরগির দাম আগের চেয়ে ১০ টাকা বেড়েছে। এছাড়াও মজুরি ও পরিবহন খরচ বাড়ায় ডিমের দামটাও বাড়তি।

নগরের বাজারগুলোতে ৫০ টাকার নিচে মিলছে না সবজি। প্রতিকেজি গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, হাইব্রিড শসা ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, কচুমুখি ৫০ টাকা, বরবটি ৭০ টাকা, পটল ৪০ টাকা, লাউ ৬০ টাকা, চালকুমড়া ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শিম ও টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়।  

বাজারে বড় সাইজের ইলিশ এক হাজার ২০০ টাকা, মাঝারি আকারের ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকা, ছোট সাইজের ইলিশ ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি রুই মাছ ৩২০ টাকা, তেলাপিয়া মাছ ১৬০ টাকা, শিং মাছ ৩৫০ টাকা, কই মাছ ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২

বিই/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews