আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০১৯-এ উদ্ভাবনী মোবাইল ও ফিচার প্রদর্শন করতে যাচ্ছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অপো। ২৩ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস।

অপো কর্তৃপক্ষ জানিয়েছে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সারা বিশ্বের চোখ থাকে। অনুষ্ঠানে অপো তাদের সর্বাধুনিক উদ্ভাবনগুলো—যেমন: ১০ এক্স লসলেস জুম প্রযুক্তি এবং প্রথম ৫জি স্মার্টফোন—প্রদর্শন করবে। অপোর উদ্ভাবনীয় প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন এবং ফিচারগুলো বাজারে আসবে। এ ছাড়া অপো আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, গবেষণা ও উন্নয়নের প্রসার বিষয়ে কথা বলবে।

অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, ‘গ্রাহকদের জীবনযাত্রাকে আরও সহজ করতে অপো সমসাময়িক উদ্ভাবনগুলো নিয়ে আসে। এমডব্লিউসিতে আমাদের হালনাগাদ উদ্ভাবনগুলো প্রদর্শন করতে পারার বিষয়টি আমাদের জন্য গর্বের। আমাদের উদ্ভাবনগুলোর যথাযোগ্য স্বীকৃতির জন্য এটি সেরা একটি প্ল্যাটফর্ম।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews