মৌলভীবাজার প্রতিনিধি ও কুলাউড়া সংবাদাদাতা
মৌলভীবাজার শহরে ফয়জুর রহমান রুবেল (৫৩) নামক এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার পর শহরের শমশেরনগর রোডে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের শিকার হন ওই ব্যবসায়ী।
নিহত ফয়জুর রহমান রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ সদাইপাতি (এফ রহমান ট্রেডিং) নামক দোকানের স্বত্বাধিকারী ছিলেন।
পরে আহত রুবেলের চিৎকার আশপাশের লোকজন এসে তাকে মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাত ১০টায় নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, রুবেল অনেকটা ঋণগ্রস্ত ও অভাব-অনটনে ছিলেন। কে বা কারা ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না। তাৎক্ষণিক দুর্বৃত্তদের পরিচয় পাওয়া যায়নি।
একই এলাকার ব্যবসায়ী বদরুল ইসলাম জানান, রুবেলের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান রুবেল মারাত্মক আহত। এসময় তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্তের কাজ চলছে, এর বেশি কিছু বলা যাচ্ছে না।’