ক্যারিবিয়ানে স্বপ্নের এক অভিষেক করলেন মিচেল ওয়েন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে উইকেট নিয়েছেন একটি। তার পর ব্যাট হাতে ২৭ বলে উপহার দিয়েছেন বিধ্বংসী ৫০ রানের একটি ইনিংস। তাতে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ বল হাতে রেখে ৩ উইকেটে হারিয়েছে অজি দল। 

স্যাবাইনা পার্কে ১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তার পর তাদের উদ্ধার করেন ক্যামেরন গ্রিন ও মিচেল ওয়েন। ৪০ বলে ৮০ রানের বিস্ফোরক জুটি গড়েন তারা। ২৬ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫১ রান করা গ্রিন যখন বিদায় নেন, ১৫ ওভার শেষে স্কোর ৫ উইকেটে ১৫৮। ওয়েন তার পর আরও এগিয়ে দেন অজিদের। ১৬.৩ ওভারে দলের ১৭৫ রানে আউট হন তিনি। তার আগে ৬টি ছক্কায় উপহার দেন হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি অভিষেকে মাত্র তৃতীয় অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরির কীর্তি গড়েছেন ওয়েন। ম্যাচসেরাও তিনি। কুপার ৮ বলে ১৩ রানের কার্যকরী ইনিংস খেলে ফিরলেও বাকি পথটা সামাল দেন বেন ডারশুইস (৫*) ও শন অ্যাবট (৫*)।

ক্যারিবিয়ানদের হয়ে দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার, আলজারি জোসেফ ও ও গুডাকেশ মোটি। 

টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেয়েছিল স্বাগতিক দল। অধিনায়ক শাই হোপ ৩৯ বলে ৪ চার ও ৩ ছক্কায়  ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তার পর রোস্টন চেজ ৩২ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেললে বড় সংগ্রহের সম্ভাবনা জাগায় তারা। শিমরন হেটমায়ারও ১৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলে ত্রাস ছড়িয়েছিলেন। কিন্তু শেষটা যেভাবে আশা করেছিল সেটা বাস্তবায়ন করতে পারেনি তারা। শেষ ৫ ওভারে ৩০ রানে হারায় ৬ উইকেট!দ্বিতীয় টি-টোয়েন্টির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে যাওয়া আন্দ্রে রাসেলও করেছেন মাত্র ৮ রান! 

অস্ট্রেলিয়ার ডেন ডারশুইস ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মিডল  ও লোয়ার অর্ডারে ধস নামিয়েছেন। তাতে ৮ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা থামে ১৮৯ রানে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews