দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ‘লাকি ৭.৭’ শীর্ষক মিড-ইয়ার ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। 

‘Luck Favors the Fast’-এই প্রতিপাদ্যে সাজানো ক্যাম্পেইনটি চলবে ৭ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত। ক্যাম্পেইনজুড়ে থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, ৩০ কোটি টাকার ভাউচার, ফ্রি ডেলিভারি ও নানা ধরনের পুরস্কার জেতার সুযোগ।

দারাজ জানিয়েছে, ‘দারাজ জ্যাকপট-বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক অর্ডারকারী কিংবা ৩০০ টাকার ডেটল পণ্য ক্রেতাদের জন্য রয়েছে iPhone 16 Pro Max এবং একটি Revo ই-বাইক জেতার সুযোগ।

দারাজ জানিয়েছে, এবারের মিড-ইয়ার ক্যাম্পেইনটি গ্রাহকদের জন্য হতে যাচ্ছে সবচেয়ে বড় অফার ও উপহারে ভরপুর একটি আয়োজন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews