দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ‘লাকি ৭.৭’ শীর্ষক মিড-ইয়ার ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।
‘Luck Favors the Fast’-এই প্রতিপাদ্যে সাজানো ক্যাম্পেইনটি চলবে ৭ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত। ক্যাম্পেইনজুড়ে থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, ৩০ কোটি টাকার ভাউচার, ফ্রি ডেলিভারি ও নানা ধরনের পুরস্কার জেতার সুযোগ।
দারাজ জানিয়েছে, ‘দারাজ জ্যাকপট-বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক অর্ডারকারী কিংবা ৩০০ টাকার ডেটল পণ্য ক্রেতাদের জন্য রয়েছে iPhone 16 Pro Max এবং একটি Revo ই-বাইক জেতার সুযোগ।
দারাজ জানিয়েছে, এবারের মিড-ইয়ার ক্যাম্পেইনটি গ্রাহকদের জন্য হতে যাচ্ছে সবচেয়ে বড় অফার ও উপহারে ভরপুর একটি আয়োজন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ