২০১৬ সালে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলের প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। শুক্রবার আরও একটি শিরোপা জয়ের হাতছানি স্বাগতিকদের সামনে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে তুর্কমেনিস্তানকে হারাতে পারলেই আবার ইতিহাস গড়বে লাল-সবুজরা। বিকাল ৩ টায় ম্যাচটি শুরু হবে।

বৃহস্পতিবার সকালে ফাইনালের আগে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ। সেখানে এক ফাঁকে স্বাগতিকদের ইরানি কোচ আলীপোর আরজী দল নিয়ে তার আত্মবিশ্বাসের কথাই জানালেন, ‘বাংলাদেশ দল ভালো ফর্মে আছে। এখন আমাদের সামনে ফাইনাল ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্যে আত্মবিশ্বাসী। আগের ম্যাচগুলোতে আমাদের পারফরম্যান্স দেখিয়েছি। তবে ফাইনালটা সহজ হবে না।’

প্রতিপক্ষ নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ কোচ, ‘তারা খুবই পেশাদার দল। কিন্তু এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। উজবেকিস্তান ও কিরগিজস্তানও ভালো দল ছিল।  টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি তারা ভালো। এখন যে কোন মুহূর্তে ম্যাচ ঘুরে যেতে পারে। তার জন্য প্রস্তুত হয়ে দলকে খেলতে হবে। তবে আমাদের ছেলেরা দেখিয়েছে তারা পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে।’

অধিনায়ক হরোশিত বিশ্বাস ফাইনালে সেরাটা দেওয়ার অপেক্ষায়, ‘সার্ভিস, ব্লক ও অ্যাটাকসহ সব বিভাগেই যদি আমরা ভালো করতে পারি, তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারব। গ্রুপ পর্বসহ সেমিফাইনালে ভালো খেলেই ফাইনালে এসেছি। ভলিবলে ব্লকিংটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো হলে জেতা সহজ হয়ে যায়। এই আসর জিততে পারলে ভলিবল অনেক এগিয়ে যাবে। এই আসরের জন্য কঠোর পরিশ্রম করেছি। এখন শিরোপা জেতার অপেক্ষায় আছি।’

তুর্কমেনিস্তান অধিনায়ক  উসমানবেক স্বাগতিকদের প্রশংসা করেছেন।  তবে তারাও যে জয়ের অপেক্ষায় সেই প্রত্যাশার কথা জানিয়েছেন ম্যাচের আগে,‘বাংলাদেশ ভালো দল। তবে আমরাও চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখানে এসেছি। সেরাটা দিয়ে শিরোপা জিততে চাই। এখানে চাপের কিছু নেই।  চাপমুক্ত হয়ে জিতে দেশে ফিরতে চাই।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews