শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, শ্রমিকদের কল্যাণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম আইন ২০০৬ শিগগিরই সংশোধন করা হবে।

তিনি বলেন, ‘ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজিকরণ, শ্রমিক-মালিক সমন্বয় এবং অর্থনৈতিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর।’

বৃহস্পতিবার (১২ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) এশিয়া প্যাসিফিক অঞ্চলের জেনারেল সেক্রেটারি সোয়া ইয়োশিদার সাথে এক সভায় শ্রম সচিব এসব কথা বলেন।

এ সময় সচিব শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে প্রথম একাডেমিক অংশীদারিত্ব।’

এছাড়া ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল (টিসিসি) এবং আরএমজি সেক্টরে সামাজিক সংলাপ জোরদার করা হচ্ছে। সম্প্রতি শ্রমিক-মালিক পক্ষ ১৮ দফা যৌথ ঘোষণা স্বাক্ষর করে, যা শ্রমিক কল্যাণে উল্লেখযোগ্য পদক্ষেপ।

সচিব আরো জানান, শ্রমিকদের অংশগ্রহণমূলক উন্নয়ন নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রাখা হবে।

এ সময় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) প্রতিনিধি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews