ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন,  আমরা একটা কল্যাণকর বাংলাদেশ চাচ্ছি, যেখানে পরীক্ষা দিয়েই সবকিছুতে উত্তীর্ণ হতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ আয়োজিত ‘করোনাকালীন পরীক্ষায় অটো পাস: শিক্ষার বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ডা. জাফরুল্লাহ বলেন,  আগে রাজনৈতিক দলগুলোর কর্মীরা সংগঠনের সক্রিয়তার ওপর ভিত্তি করে দলে ধাপে ধাপে এগিয়ে যেত। এখন সংগঠনে বসিয়ে দেওয়া হচ্ছে। এই সংস্কৃতির পরিবর্তন দরকার। এছাড়া ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড থেকে জনগণ মুখ ফিরিয়ে নেবে। বর্তমান আওয়ামী লীগ সরকার অটো পাস এমন মন্তব্য করে প্রবীণ এই চিকিৎসক বলেন, জাতিকে ধ্বংস করার জন্য করোনার অজুহাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে অটো পাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গার্মেন্টস,  অফিস, আদালত সব চলছে। দেখে বোঝার কোনো কায়দা নেই এখানে করোনার প্রভাব আছে। তাই স্কুল-কলেজ বন্ধ রাখা কোনোভাবেই সুযোগ নেই। এটা আমার জাতিকে ধ্বংস করে দেয়ার একটা অজুহাত। ডা. জাফরুল্লাহ আরও বলেন,  দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার নেই, গণতান্ত্রিক সরকার থাকলে মাথাউঁচু করে বলতে পারতাম- আগামী ১৫ দিনে বাজারে দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালে চলে আসবে।  এফএ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমরা একটা কল্যাণকর বাংলাদেশ চাচ্ছি, যেখানে পরীক্ষা দিয়েই সবকিছুতে উত্তীর্ণ হতে হবে।শনিবার জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ আয়োজিত ‘করোনাকালীন পরীক্ষায় অটো পাস: শিক্ষার বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ডা. জাফরুল্লাহ বলেন, আগে রাজনৈতিক দলগুলোর কর্মীরা সংগঠনের সক্রিয়তার ওপর ভিত্তি করে দলে ধাপে ধাপে এগিয়ে যেত। এখন সংগঠনে বসিয়ে দেওয়া হচ্ছে। এই সংস্কৃতির পরিবর্তন দরকার। এছাড়া ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড থেকে জনগণ মুখ ফিরিয়ে নেবে। বর্তমান আওয়ামী লীগ সরকার অটো পাস এমন মন্তব্য করে প্রবীণ এই চিকিৎসক বলেন, জাতিকে ধ্বংস করার জন্য করোনার অজুহাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে অটো পাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গার্মেন্টস, অফিস, আদালত সব চলছে। দেখে বোঝার কোনো কায়দা নেই এখানে করোনার প্রভাব আছে। তাই স্কুল-কলেজ বন্ধ রাখা কোনোভাবেই সুযোগ নেই। এটা আমার জাতিকে ধ্বংস করে দেয়ার একটা অজুহাত। ডা. জাফরুল্লাহ আরও বলেন, দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার নেই, গণতান্ত্রিক সরকার থাকলে মাথাউঁচু করে বলতে পারতাম- আগামী ১৫ দিনে বাজারে দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালে চলে আসবে। এফএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews