মঙ্গলবারই ঐতিহাসিক সফরে ব্রুনেই গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার তিনি সেদেশের বিখ্যাত ওমর আলি সাইফুদ্দিন মসজিদে গেলেন। তার আগে ব্রুনেইয়ের ভারতীয় দূতাবাসের নতুন ভবনেরও উদ্বোধন করেন মোদি।

ব্রুনেইয়ের ২৮তম সুলতানের নামাঙ্কিত মসজিদ ওমর আলি সাইফুদ্দিন মসজিদ। বর্তমান সুলতানের বাবা ওমর আলিকেই আধুনিক ব্রুনেইয়ের নির্মাতা মনে করা হয়। বুধবার সেই মসজিদেই যান মোদি। তার আগে ভারতীয় দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন করেন প্রদীপ জ্বালিয়ে। সেই সময় প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। মোদিকে স্বাগত জানান সেদেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা।

বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত এই ইসলামিক দেশ সুলতান হাজি হাসানাল বলকিহার আমন্ত্রণে মোদির এই সফর। বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক দিক থেকে প্রধানমন্ত্রীর এই ব্রুনেই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রুনেই রওনা হওয়ার আগে মোদিকে বলতে শোনা যায়, ”আমাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পালিত হচ্ছে। হাজি হাসানাল বলকিহা ও রাজপরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকের দিকে আমি তাকিয়ে আছি। আমাদের ঐতিহাসিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।” প্রসঙ্গত, ব্রুনেইয়ের পাশাপাশি সিঙ্গাপুরেও একাধিক কর্মসূচি রয়েছে মোদির।

উল্লেখ্য, ছোট্ট দেশ ব্রুনেই আয়তনে সিকিম বা ত্রিপুরার থেকেও ছোট। সুলতানের বিপুল সম্পদ ও বিলাসবহুল জীবনযাত্রা গোটা বিশ্বের কাছেই আকর্ষণীয়। ব্রুনেইয়ের সুলতানের রাজপ্রাসাদটি বিশ্বের বৃহত্তম প্রাসাদ। ২০ লক্ষ বর্গ ফুট এলাকায় বিস্তৃত ১৭০০ কক্ষ বিশিষ্ট প্রাসাদটির অন্যতম আকর্ষণ ২২ ক্যারেট স্বর্ণখচিত গম্বুজ। সেখানেই তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। সূত্রের খবর, কূটনৈতিক আলোচনার পাশাপাশি ভারত এবং ব্রুনেই-এর মধ্যে আলোচনা হবে প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, মহাকাশ প্রযুক্তি সহায়তা-সহ নানা বিষয় নিয়ে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews