সম্প্রতি কানাডার এক চাকরি মেলায় ৫টি পদে নিয়োগের জন্য শতশত বিদেশি শিক্ষার্থীকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এক ভারতীয় নারী যিনি কানাডায় থাকেন তার ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করে বিদেশে চাকরির তীব্র প্রতিযোগিতা তুলে ধরেছেন।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভিডিওতে ওই নারী বলেন, অনেক ভারতীদের ধারণা বিদেশ মানেই অফুরন্ত চাকরি আর বিলাসী জীবন কিন্তু বাস্তবে বিদেশি শিক্ষার্থীদের অবস্থা অনেক কঠিন। ভিডিওতে দেখা যায়, চাকরি মেলার বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন চাকরি প্রার্থীরা।

তিনি হিন্দিতে বলেন, “গাইজ, আমাদের যেসব ভারতীয় বন্ধুবান্ধব বা আত্মীয়রা ভাবেন কানাডায় অনেক চাকরি আর টাকা আছে, তাদের এই ভিডিওটা দেখিয়ে দিও।

এরপর তিনি জানান, এই চাকরি আসলে একেবারে প্রাথমিক পর্যায়ের ইন্টার্নশিপ, যেখানে মাত্র ৫-৬ জনকে নেয়া হবে। এটাই কানাডার বাস্তবতা। যদি এর জন্য প্রস্তুত থাকো, তবে এসো না হলে ভারতই ভালো।”

তার ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনেও লেখা, “বিদেশের জীবন সবসময় স্বপ্নের মতো নয়। কখনো কখনো এটাই একটা লম্বা লাইন।”

ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর কানাডার বেকারত্ব ও চাকরির সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে। বহু অভিবাসী ও বিদেশে যাওয়ার ইচ্ছুক মানুষ এতে প্রতিক্রিয়া জানিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews