বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ পরিচালনার পাশাপাশি অন্যান্য দেশের অনেক কিছুরই খোঁজ খবর তাকে রাখতে হয়।



এমন ক্ষমতাধর আর অন্যতম ব্যস্ত ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পই নাকি সারাদিনের ৮ ঘন্টাই টিভি দেখে পার করে দেন।

মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস ট্রাম্পের বন্ধু, উপদেষ্টা ও কংগ্রেস সদস্যসহ ৬০ জনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন খবর দিয়েছে।  

পত্রিকাটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভোর ৫.৩০ মিনিটে ট্রাম্প প্রথমেই দেখেন নিজের চ্যানেলের অনুষ্ঠান ‘ফক্স এন্ড ফ্রেন্ডস’। এমএসএনবিসির শো ‘মর্নিং জো’ নিয়মিত দেখেন তিনি। ট্রাম্প নিয়মিত নজর রাখেন সিএনএন চ্যানেলটির নিউজ ও প্রোগ্রামের ওপর।

দিনে কমপক্ষে চার ঘণ্টা নিউজ চ্যানেল দেখেন ট্রাম্প। যখন পূর্ণ মনোযোগ দিতে পারেন না, তখন সাউন্ড অফ রেখে, মাঝে মধ্যেই নজর বুলিয়ে নেন টিভি স্ক্রিনে। ওভাল অফিসে টিভি রিমোট তিনি ছাড়া কেউ ধরতে পারেন না। প্রেসিডেন্ট যদি কোন কারণে নিউজ না দেখতে পারেন তাহলে পরবর্তীতে দেখার জন্য রেকর্ড করে রাখা হয়।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews