সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে রবির অনুদান

২০১৫ সালের মুনাফার ওপর ভিত্তি করে সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে রবি। রবি’র ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিওপিপিএফ) থেকে এ অনুদান প্রদান করা হয়েছে। 

রবির পক্ষ থেকে এইচআর বিজনেস পার্টনারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মো. ফয়সাল ইমতিয়াজ খান, কর্পোরেট ফিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট আলাউদ্দিন ও কর্পোরেট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট শরীফ শাহ জামাল রাজ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে ২ কোটি ৫০ লাখ ২১ হাজার ৩৬৫ টাকার একটি চেক হস্তান্তর করেন। এর আগে রবি ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের মুনাফার ওপরও এই তহবিলে অনুদান প্রদান করেছিল।

এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মিকেইল শিপার (ছবিতে নেই), যুগ্ম সচিব (শ্রম শাখা) এম.এ কাশেম মাসুদ ও উপ-সচিব (প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব) অমর চাঁন বণিক উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এমএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews