২২ June ২০২৫ Sunday ৭:০৭:৪৪ PM Print this E-mail this

পরকীয়া ও স্বর্ণ চুরির মামলায় প্রবাসীর স্ত্রী ও প্রেমিক গ্রেফতার, কারাগারে প্রেরণ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:


ঝালকাঠির নলছিটিতে পরকীয়া ও স্বর্ণালঙ্কার চুরির মামলায় এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) নলছিটি থানা পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন নলছিটি উপজেলার পূর্ব কয়াবাজার এলাকার আঃ ছালাম হাওলাদারের কন্যা নাছরিন আক্তার (২৩) ও মো. এমাদুল হকের পুত্র মো. জাহিদুল ইসলাম (২৫)।

বাদীর আইনজীবী এ্যাডভোকেট ফয়সাল হোসেন জানান, রবিবার (২২ জুন) দুপুরে তাদের ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, কাতারপ্রবাসী গোলাম রাব্বি মোল্লা তার অনুপস্থিতিতে স্ত্রী নাছরিনের পরকীয়ায় জড়িয়ে পড়া, প্রেমিককে বাড়িতে এনে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।
ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ তাদের গ্রেফতার করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews