এভারেস্টে হারিয়ে যাওয়া ৯ বিখ্যাত অভিযাত্রীর গল্প

মাউন্ট এভারেস্ট—হিমালয় পর্বতমালা তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা ২৯ হাজার ৩২ ফুট। শত বছরের বেশি সময় ধরে পৃথিবীর নানা প্রান্তের দুঃসাহসী অভিযাত্রীর দল সর্বোচ্চ এই শিখরের অহম জয় করতে চেয়েছে। ১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও নেপালের তেনজিং নোরগের বদৌলতে গোটা মানবজাতিই জয় করে ‘অজেয়’ এই শৃঙ্গ। কিন্তু এত সহজেই কি পৃথিবীর সর্বোচ্চ শিখরে উঠতে পেরেছে মানুষ? প্রতি পদে যেখানে মৃত্যুর হাতছানি, সেখানে হাজার হাজার অভিযাত্রীর মধ্যে ২০২২ সাল পর্যন্ত ভাগ্যবান ৬ হাজার ৯৮ জন এভারেস্ট জয়ের স্বাদ পেয়েছেন। অনেকেই আবার হারিয়ে গেছেন এভারেস্টের সাদা বরফের চাদরে। এভারেস্ট অভিযানে গিয়ে আর কখনোই ফিরে আসেননি, এমন ৯ বিখ্যাত অভিযাত্রী সম্পর্কে জানুন। তার আগে বলে রাখি, এভারেস্ট থেকে না-ফেরাদের দলে একজন বাংলাদেশিও আছেন—মোহাম্মদ খালেদ হোসেন (১৯৭৯-২০১৩), সজল খালেদ নামেই যিনি বেশি পরিচিত। ২০১৩ সালে এভারেস্ট জয় করে ফেরার পথে ৮ হাজার ৬০০ মিটার উচ্চতায় তিনি প্রাণ হারান অজানা কারণে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews