বিনোদন



এই বিভাগের সর্বাধিক পঠিত

কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দে-র শততম জন্মদিন আজ। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কলকাতায় আয়োজন করা হয়েছে একটি বড় মাপের অন্যরকম স্মরণ অনুষ্ঠানের। ভারতীয় বাংলা গানের অনেক গুণী শিল্পী হাজির হবেন এই অনুষ্ঠানে। এ আয়োজনে উপস্থিত থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পিসি সরকার জুনিয়র, উষা উথুপ, কবিতা কৃষ্ণমূর্তি, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা, ইন্দ্রানি সেন, সৈকত মিত্র প্রমুখ। অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের সঙ্গে গান গাইবেন বাংলাদেশের সংগীতশিল্পী সুস্মিতা আনিস। এই স্মরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের দমকলমন্ত্রী সুজিত বোস। উল্লেখ্য, উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দে ১৯১৯ সালের ১লা মে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালের ২৪শে অক্টোবর তার মৃত্যু হয়।হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ অনেক ভাষায় তিনি ষাট বছরেরও বেশি সময় সংগীত চর্চা করেছিলেন। বৈচিত্র্যের বিচারে তাকেই হিন্দি গানের ভুবনে সবর্কালের সেরা গায়ক হিসেবে মনে করেন অনেক বিশেষজ্ঞ সংগীতবোদ্ধা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews