বিনোদন




এই বিভাগের সর্বাধিক পঠিত

এফডিসিতে ‘জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৯’ উদ্‌যাপন হবে আগামীকাল ও বৃহস্পতিবার। এ উপলক্ষে গতকাল দুপুর ১২টায় এফডিসি’র জহির রায়হান প্রজেকশন হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় চলচ্চিত্র দিবস উদ্‌যাপন কমিটি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। এ সময় উপস্থিত ছিলেন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক আলমগীর, এফডিসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়িকা অঞ্জনা, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও অনুষ্ঠানের ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রাউন্ড দ্য ক্লকের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান মাহমুদ। এবার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে’। সৈয়দ হাসান ইমাম এবারের আয়োজন নিয়ে বলেন, এবার এফডিসিতে দু’দিনব্যাপী জাতীয় চলচ্চিত্র উৎসব পালন করা হবে। প্রথমদিন এফডিসি চত্বরে সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। এ সময় প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), তথ্য সচিব আবদুল মালেক এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিএফডিসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ।এছাড়া পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী, কলাকুশলীরা উপস্থিত থাকবেন বলে জানান তিনি। এছাড়া প্রথমদিন বর্ণাঢ্য শোভাযাত্রা, রেড কার্পেট, মেলা উদ্বোধন, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ক আলোচনা শেষে বিকাল ৩টায় এফডিসি’র ৮নং শুটিং ফ্লোরে ‘বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায়’- শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ। তথ্যসচিব আবদুল মালেক, প্রবন্ধকার এবং সেমিনার উপকমিটির আহ্বায়ক মতিন রহমানসহ অনেকে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সন্ধ্যায় থাকবে চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার আয়োজনের সহযোগিতায় আছে বেক্সিমকো গ্রুপ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews