মেগাস্টার শাকিব খান মানেই সিনেমা ক্লিন হিট৷ তার নামেই প্রচারণা হয় সিনেমার। এ চিত্রনায়কের প্রিয়তমা, তুফান সিনেমায় তাই দেখা গিয়েছে। গল্প এবং অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি।

আগামী ১৫ নভেম্বর ঢালিউড কিং খানের 'দরদ' সিনেমাটি মুক্তি পেতে চলেছে। ছবির প্রচারণা নিয়নানা সময় নানা ধরনের মন্তব্য করেছেন এর নির্মাতা। তিনি বলেন, '৫০ ফিট সাইজের কাটআউট উন্মুক্ত করবেন লায়ন্স সিনেমাসে।'

বেশ ঢাক-ঢোল পিটিয়ে বললো ৫০ ফিট সাইজের কাটআউট উম্মুক্ত করবে বললেও বাস্তবে একটা বড় ব্যানার উন্মুক্ত করেছেন 'দরদ' নির্মাতা অনন্য মামুন। এ নিয়ে বেজায় চটেছেন শাকিবিয়ামরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের ভক্তরা বলছেন, 'এইটা দেখার পর অনন্য মামুনের উপর আর বিন্দু-মাত্র বিশ্বাস নাই। এত ঢাক-ঢোল পিটিয়ে বললো ৫০ ফিট সাইজের কাটআউট উম্মুক্ত করবে আর বাস্তবে একটা বড় ব্যানার উন্মুক্ত করল। ভন্ডামীর একদম চূড়ান্ত সীমায় আছেন মামুন সাহেব। ভন্ডামী বা চাপাবাজীর নোবেল কিংবা অস্কার থাকলে অনন্য মামুন প্রতি বছর একটা করে জিততেন।'


অনেকে আবার বলছেন, 'অনন্য মামুন সাহেব আপনি কাটআউট আর বিলবোর্ড এক জিনিস না। এটা জানেন কি? বললেন ৫০ ফুট দৈর্ঘ্য কাটআউট লায়ন সিনেমাসে লাগাবেন কিন্তু লাগালেন বিলবোর্ড। এ কি তামাশা ভাই?


মামুনের এমন কর্মকাণ্ডে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে শাকিবিয়ানদের মধ্যে। অনন্য মামুনের কারণেই ফ্লপ হতে পারে মেগাস্টার শাকিব খানের সিনেমা 'দরদ' বলে মনে করছেন তারা।

শাকিবের প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র দরদ মুক্তি পাচ্ছে ১৫ নভেম্বর। বিশ্বব্যাপী এদিন দরদ মুক্তি দেওয়া হবে। ছবিটি নিয়ে দেশের দর্শকদের অপেক্ষা ছিল। কেননা এই ছবির মাধ্যমে তিনি প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রে পা রাখেছেন। এই ছবিতে কিং খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের সোনাল চৌহান।

টিজার। ছবিটির অফিসিয়াল আইটেম সং-এর ঝলকও প্রকাশ্যে। সাইকো থ্রিলার গল্পের এই সিনেমায় রোমান্সে জমে উঠবে শাকিব-সোনালের রসায়ন; পর্দায় দুলু ও তার স্ত্রী।

ছবিটি মূলত বাংলা ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে হিন্দি ভাষায়ও ছবিটি মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন পরিচালক অনন্য মামুন। সামাজিক মাধ্যমে অনন্য মামুন জানালেন, হিন্দি ও বাংলা দুই ভাষাতেই 'দরদ' মুক্তি দিতে চান তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews