দৃষ্টিসীমায় আলোর রেখার দেখা না মিললেও আশায় বুক বেঁধে নতুন ভোরের অপেক্ষায় বাংলাদেশ। সংস্করণ বদলেছে। দলে যোগ হয়েছেন অনুপ্রেরণাদায়ী অধিনায়ক মাশরাফি মুর্তজা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের দুর্দশার ছবিটা বদলায়নি। টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণের পর প্রথম ওয়ানডেতেও বিভীষিকাময় হার। কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের লক্ষ্য দিয়েও হারতে হয়েছে ১০ উইকেটে।

এ দুঃস্মৃতি নিশ্চিতভাবেই বহুদিন তাড়া করবে মাশরাফিদের। তবে এ নিয়ে পড়ে থাকার সুযোগ নেই। সিরিজে ফিরতে হলে এখন দুর্দান্ত কিছু করতেই হবে বাংলাদেশকে। বাস্তবতার রুক্ষ্ম জমিনে দাঁড়িয়েই তাই ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন অধিনায়ক মাশরাফি মুর্তজা। পার্লের বোল্যান্ড পার্ক স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাটে-বলে নিজেদের পুরনো ধার ফিরিয়ে আনতে না পারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াতে হবে। সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামার আগে বোলারদের নিয়েই উদ্বেগটা বেশি। টেস্ট সিরিজেও বাংলাদেশের বোলাররা নিষ্প্রভ ছিলেন।প্রথম ওয়ানডেতে বোলিংটা হয়েছে আরও যাচ্ছেতাই। গোটা বোলিং ইউনিটই সুপার ফ্লপ। এমন ধারহীন নির্বিষ বোলিং নিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানোর আশা কষ্টকল্পনা মনে হতে বাধ্য। আগের ম্যাচে সাত বোলার ব্যবহার করেও দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ও হাশিম আমলাকে বিচ্ছিন্ন করতে পারেননি মাশরাফি। রেকর্ড হারের পর বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে ফুটে উঠেছিল অসহায়ত্ব। নিজেদের বোলিং নিয়ে হতাশা লুকানোর চেষ্টাই করেননি মাশরাফি। বলেছিলেন, বোলিং ভালো হলে, ২৭৮ রানের পুঁজি নিয়েই জেতা সম্ভব ছিল। কিন্তু বাস্তবতা হল, মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরি বাদ দিলে বাংলাদেশের ব্যাটিংয়েও উন্নতির কোনো ছাপ দেখা যায়নি। মুশফিকের ওয়ানম্যান শো’ও আড়াল করতে পারেনি বাকিদের ব্যর্থতা। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে দায়িত্ব নিতে হবে সবাইকেই। ব্যাটে-বলে একসঙ্গে জ্বলে উঠতে পারলেই শুধু বহু আরাধ্য জয়ের দেখা মিলতে পারে। ঘোর দুঃসময়ে সেই মন্ত্রটাই সতীর্থদের কানে জপে দিলেন মাশরাফি, ‘এ ধরনের কন্ডিশনে দুই বিভাগে (ব্যাটিং-বোলিং) একসঙ্গে ভালো করতে না পারলে আমাদের জন্য জেতা কঠিন হবে। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখনও দুটি ম্যাচ বাকি। ভালো করার সুযোগও আছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে খেলোয়াড়দেরই লড়াই করে বের হয়ে আসতে হবে।’আশার কথা হল, দ্বিতীয় ওয়ানডেতে দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে ফিরে পাচ্ছে বাংলাদেশ। ঊরুর পেশির চোটের কারণে দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি তামিম। কিম্বার্লিতে তামিমের মতো দলের সেরা বোলার মোস্তাফিজুরের অনুপস্থিতিও অনুভূত হয়েছে প্রবলভাবে। তামিম আজ ফিরলেও মোস্তাফিজ গোটা সিরিজেই দর্শক হয়ে গেছেন পায়ের চোটে। খেলা পার্লে হলেও বাংলাদেশ দল ঘাঁটি গেড়েছে পাশের শহর কেপটাউনে। পার্লের বোল্যান্ড পার্কে কাল প্রথম অনুশীলন করেছেন মাশরাফিরা। এ মাঠে এটাই বাংলাদেশের প্রথম ওয়ানডে। বোল্যান্ড পার্কের পিচ এমনিতে পেসবান্ধব হলেও এবার উইকেট ব্যাটিংসহায়ক হতে পারে। তবে পিচ যেমনই হোক, নিজেদের হারানো ধার ফিরিয়ে আনতে না পারলে নতুন ভোরের অপেক্ষা শুধু বাড়বেই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews