চট্টগ্রাম: চট্টগ্রামে ছয়টি কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৩৩ জনকে আটক করেছে র‌্যাব।  

বুধবার (২৭ মার্চ) রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার জানান, আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও ছিনতাইয়ে জড়িত ছিল বলে তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

নগরীর ৪১টি ওয়ার্ডের ৩০০ স্পটে কিশোররা বড় ভাইদের মাধ্যমে গ্যাংয়ে অন্তর্ভুক্ত হচ্ছে।

সিএমপি’র এক জরিপে উল্লেখ করা হয়, নগরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি গড়ে ৪৬ শতাংশ। অনুপস্থিত থাকা ৫৪ শতাংশ শিক্ষার্থীর মধ্যে অনেকে ক্লাস ফাঁকি দিয়ে এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ে যুক্ত হচ্ছে। নগরে ২০০ কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। একেকটি দলে রয়েছে ৫ থেকে ১৫ জন। নগরজুড়ে এসব গ্যাংয়ের সদস্য সংখ্যা ১৪০০ জনেরও বেশি।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এসি/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews