জাতীয় পার্টির-জেপির চেয়ারম্যান ও পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ অন্য প্রার্থীরা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানি) পৌষের শীত নির্বাচনী প্রচার-প্রচারণার উত্তাপে যেন পলাতক। এ আসনের পাঁচজন প্রার্থীরই দেখা পাওয়া যায় মাঠে। তবে জাতীয় পার্টি-জেপির প্রার্থী দলীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর কর্মী-সমর্থকদের সাড়া জাগানো উৎসবমূখর নির্বাচনী প্রচারে অন্যরা ম্লান।
স্বাধীনতার পর থেকে যতবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে প্রায় সবগুলোতেই জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ বছর তিনি প্রার্থী হয়েছেন ১৪ দল থেকে। নির্বাচনী প্রতীক বাইসাইকেল নিয়ে এ প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। তার কর্মী-সমর্থকরা ভোট প্রার্থনা করছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। মিছিল-মিটিং ও উঠান বৈঠক, জনসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন এ আসনের ছয় বারের সংসদ সদস্য ও সরকারের পাঁচ বারের মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। আগামী ৩০ ডিসেম্বর জয়ের ব্যাপরে আশাবাদী ১৪ দলের সমর্থকেরা।
একাদশ জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারে ব্যস্ত আওয়ামী লীগ-জাতীয়পার্টি-জেপির নেতা-কর্মীরা। বরাবরের মতো এবারও আসন ধরে রাখার প্রত্যয় মঞ্জু সমর্থকদের। তবে প্রতিদ্বন্দ্বিতা করছে ২০ দলীয় ঐক্যজোট তথা ঐক্যফ্রন্ট। যদিও এ পর্যন্ত নির্বাচনী প্রচারণায় মাঝে মাঝে মাইকিং, ব্যানার-পোস্টার ছাড়া বিএনপির নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বেশ গণসংযোগ চালাচ্ছেন।
কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার দুই লাখ ২০ হাজার ৫৩৫ জন। এখানে ১৪ দলের মনোনীত জাতীয় পার্টির-জেপির চেয়ারম্যান ও পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এই আসন থেকে তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং পাঁচবার বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আরো পড়ুন : সংসদ নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে ইসির নিষেধাজ্ঞা
এ ছাড়া, বিএনপির ২০ দলীয় জোটের শরীক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবুল কালাম আজাদ (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহম্মদ আব্দুল হামিদ (কাস্তে), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) রেজাউল করীম গাজী (টেলিভিশন) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
প্রতীক বরাদ্দের পর গত ১১ ডিসেম্বর নির্বাচনী প্রচারে নামেন জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এরপর থেকে প্রতিদিনই এ আসনের তিনটি উপজেলার প্রত্যন্ত এলাকায় নির্বাচনী জনসভায় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাইসাইকেল প্রতীকে ভোট চাচ্ছেন।
এ আসনের ভোটাররা জানান, ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানিতে সার্বিক উন্নয়নে যে দল বা প্রার্থী কাজ করেছেন, বরাবরের মতো এবারও সেই দলের প্রার্থীদেরই বিপুল ভোটে জয়ী করার প্রত্যাশা তাদের।
ইত্তেফাক/ইউবি