টেকনো তাদের Spark সিরিজের নতুন স্মার্টফোন Tecno Spark 40 আনুষ্ঠানিকভাবে উগান্ডা সহ গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। বাজেট ফ্রেন্ডলি এই স্মার্টফোনটিতে রয়েছে আধুনিক ডিজাইন এবং অসাধারণ সব ফিচার, যার মধ্যে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, শক্তিশালী MediaTek Helio G81 প্রসেসর, 45W ফাস্ট চার্জিং এবং IP64 রেটিংসহ একাধিক আকর্ষণীয় প্রযুক্তি।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক স্মার্টফোনটির সব স্পেসিফিকেশন ও ফিচার:

ডিসপ্লে ও ডিজাইন:

6.67-ইঞ্চির HD+ LCD পাঞ্চ-হোল ডিসপ্লে

রেজোলিউশন: 720 x 1600 পিক্সেল

120Hz রিফ্রেশ রেট

IP64 রেটিং (জল ও ধুলো প্রতিরোধী)

পাতলা ডিজাইন: মাত্র 7.67mm থিকনেস

পারফরম্যান্স:

প্রসেসর: MediaTek Helio G81

RAM: 4GB / 6GB / 8GB

ভার্চুয়াল RAM সহ সর্বোচ্চ 16GB পর্যন্ত

ইন্টারনাল স্টোরেজ: 128GB / 256GB

অপারেটিং সিস্টেম: HiOS ভিত্তিক Android 14

ক্যামেরা:

রেয়ার ক্যামেরা:

50MP প্রাইমারি সেন্সর

সেকেন্ডারি সহায়তাকারী লেন্স

LED ফ্ল্যাশ

ফ্রন্ট ক্যামেরা:

8MP

LED ফ্ল্যাশ সহ

ব্যাটারি ও চার্জিং:

ব্যাটারি: 5,200mAh

চার্জিং: 45W ফাস্ট চার্জিং

অন্যান্য ফিচার:

সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

ডুয়েল স্পিকার + DTS Sound

FreeLink কলিং টেকনোলোজি (ইন্টারনেট ছাড়াই ৫০০ মিটারে কল)

কানেক্টিভিটি: ডুয়েল সিম, Wi-Fi, Bluetooth, GPS, FM রেডিও, IR ব্লাস্টার, USB Type-C

দাম ও প্রাপ্যতা:

Tecno Spark 40 বর্তমানে উগান্ডা সহ কিছু নির্বাচিত বাজারে লঞ্চ হয়েছে। খুব শীঘ্রই এটি অন্যান্য গ্লোবাল মার্কেটেও পাওয়া যাবে। এর দাম স্থানীয় মুদ্রা অনুসারে বাজেট রেঞ্জে নির্ধারণ করা হয়েছে, যা ভারত ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বাজারে সাশ্রয়ী মূল্যেই আসবে বলে আশা করা যাচ্ছে।

বাজেটের মধ্যে যারা ভালো ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং স্টাইলিশ ডিজাইন খুঁজছেন, তাদের জন্য Tecno Spark 40 হতে পারে এক আদর্শ পছন্দ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews