ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা আগুনে তেল নিক্ষেপ করার মতো, যা সমস্যা সমাধানের সঠিক পদ্ধতি নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র একদিকে বড় আকারে ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিল পাস করছে, অন্যদিকে চীন-রুশ স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক লেনদেন নিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছে। এহেন আচরণ স্রেফ ভণ্ডামি ও দায়িত্বজ্ঞানহীন। চীন এর তীব্র বিরোধিতা করে।

মুখপাত্র বলেন, ইউক্রেন সংকটে চীনের অবস্থান বরাবরই ন্যায্য ও নিরপেক্ষ। চীন আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে এবং এ লক্ষ্যে ইতিবাচক ভূমিকা রাখারও চেষ্টা করে যাচ্ছে।

মুখপাত্র আরও বলেন, সমান ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে, রাশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের সাথে স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক লেনদেনের অধিকার চীনের আছে। এ অধিকার হরণের চেষ্টা অগ্রহণযোগ্য। চীনের বৈধ ও যথাযথ অধিকার বা স্বার্থ লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews